টটেনহ্যামের হোঁচটে শিরোপার দ্বারপ্রান্তে লেস্টার

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বড় ধরণের হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পার। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ড্র করায় শিরোপা স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে পড়েছে লন্ডনের ক্লাবটির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2016, 09:20 PM
Updated : 25 April 2016, 09:20 PM

হোয়াইট হার্ট লেনে ওয়েস্ট ব্রমের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটেনহ্যাম।

দ্বিতীয় স্থানে থাকা স্পার্সের এই পয়েন্ট হারানোয় শিরোপা স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে লেস্টারের; শেষ তিন রাউন্ডে ৩ পয়েন্ট পেলেই প্রথমবারের মতো ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়বে ক্লাওদিও রানিয়েরির দল।

৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার, টটেনহ্যামের পয়েন্ট ৬৯। আগামী রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে মৌসুমের শুরু থেকে চমক জাগানো দলটির।

সোমবার রাতে নিজেদের মাঠে ৩৩তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার ক্রেইগ ডসনের আত্মঘাতীয় গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় এই গোলের ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু ৭৩তম মিনিটে ডসনের হেডেই গোল খেয়ে বসে তারা। বাকি সময়ে জয়সূচক গোলের দেখা না পাওয়ায় হতাশায় মাঠ ছাড়ে টটেনহ্যাম।