ইপিএলের বর্ষসেরা লেস্টারের মাহরেজ

লেস্টার সিটির ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2016, 11:46 AM
Updated : 25 April 2016, 11:46 AM

সংস্থাটির সদস্য ফুটবলারদের ভোটে প্রতি বছর ইংলিশ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। রোববার লন্ডনে এক অনুষ্ঠানে মাহরেজের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। গত বছর এটা জিতেছিলেন চেলসির এডেন হ্যাজার্ড।

লেস্টার ও আলজেরিয়ার প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন ২৫ বছর বয়সী মাহরেজ।

টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড হ্যারি কেইন, আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিল, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার দিমিত্রি পায়েত ও ক্লাব সতীর্থ জেমি ভার্ডি ও এন'গোলো কান্তেকে হারিয়ে এই পুরস্কার জিতেন মাহরেজ।

মৌসুমের শুরু থেকে একের পর এক বিস্ময় উপহার দেওয়া লেস্টারের দুর্দান্ত পথচলায় গুরুত্বপূর্ণ অবদান মাহরেজের; এ পর্যন্ত ৩৪ লিগ ম্যাচে ১৭টি গোল করাসহ সতীর্থদের দিয়ে ১১টি গোল করান তিনি।

বর্ষসেরার পুরস্কার পাওয়ার দিনেই সোয়ানসি সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ইপিএলের শিরোপা জয়ের আরও কাছে পৌঁছায় লেস্টার। এ ম্যাচের শুরুতে মাহরেজের গোলেই এগিয়ে যায় দলটি।

৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার।

সেরার স্বীকৃতি পেয়ে সতীর্থ ও কোচকে ধন্যবাদ জানিয়ে মাহরেজ বলেন, “সতীর্থ, কোচ ও স্টাফদের ছাড়া আমি এই পুরস্কার পেতাম না। এটা টিম স্পিরিটের ফল এবং আমি এতা তাদের উৎসর্গ করতে চাই।”

“প্রথম আফ্রিকান হিসেবে এটা পাওয়াটা সম্মানের।”

বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টটেনহ্যামের ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি।