সংখ্যায় মেসির ৫০০

২০০৫ সালের মে মাসে ১৭ বছর বয়সে আলবাসেতের বিপক্ষে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে গোলের খাতা খুলেছিলেন লিওনেল মেসি। ১১ বছরের কম সময়ের মধ্যে গত রোববার ক্লাব আর জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁলেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2016, 12:22 PM
Updated : 18 April 2016, 12:41 PM

মেসি তার ৫০০ গোলের ৪৫০টি করেন বার্সেলোনার হয়ে। বাকি ৫০টি আর্জেন্টিনার জার্সি গায়ে। পরিসংখ্যানে মেসির মাইলফলকের নানা দিক:

ম্যাচের শেষ দিকে বেশি গোল

মেসি তার গোলগুলো কখন করেন? ৫০০ গোলের মধ্যে প্রথম ১৫ মিনিটে আসে ৫০টি। তবে ম্যাচের শেষ দিকে তার গোলের সংখ্যা বিস্ময়কর। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের মোট গোলের ২৫ শতাংশের বেশি এসেছে ৭৬তম মিনিটের পর।

১ থেকে ১৫ মিনিট: ৫০ গোল

১৬ থেকে ৩০ মিনিট: ৭৯ গোল

৩১ থেকে ৪৫ মিনিট: ৯২ গোল

৪৬ থেকে ৬০ মিনিট: ৭০ গোল

৬১ থেকে ৭৫ মিনিট: ৭৯ গোল

৭৬ থেকে ৯০ মিনিট: ১২৯ গোল

অতিরিক্ত সময়ে: ১ গোল

জাদুকরী বাঁ পা

মেসি তার গোলের ৮১ শতাংশই করেন বাঁ পায়ে।

বাঁ পায়ে: ৪০৬ গোল

ডান পায়ে: ৭১ গোল

হেড থেকে: ২১ গোল

শরীরের অন্য অংশ দিয়ে: ২ গোল

মৌসুমে ৪০ বা তার বেশি গোল

টানা ৮ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪০ বা তার বেশি গোল করেন মেসি। সবশেষ তিনি এক মৌসুমে ৪০ গোল করতে ব্যর্থ হন ২০০৭-০৮-এ। সেবার ২১ গোল করেছিলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

২০০৪-০৫ মৌসুম: ১ গোল

২০০৫-০৬ মৌসুম: ১০ গোল

২০০৬-০৭ মৌসুম: ১৯ গোল

২০০৭-০৮ মৌসুম: ২১ গোল

২০০৮-০৯ মৌসুম: ৪১ গোল

২০০৯-১০ মৌসুম: ৪৮ গোল

২০১০-১১ মৌসুম: ৫৭ গোল

২০১১-১২ মৌসুম: ৮২ গোল

২০১২-১৩ মৌসুম: ৬৯ গোল

২০১৩-১৪ মৌসুম: ৪৮ গোল

২০১৪-১৫ মৌসুম: ৬২ গোল

২০১৫-১৬ মৌসুম: ৪২ (চলছে)

প্রিয় প্রতিপক্ষ

মেসি তার ৫০০টি গোল করেছেন ৮৮টি ভিন্ন ভিন্ন ক্লাবের বিপক্ষে। তবে এই ক্লাবগুলোর মধ্যে মেসিকে সবচেয়ে ভয় পেতে পারে আতলেতিকো মাদ্রিদ আর সেভিয়া। এই দুই ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি গোল (২৫টি করে) পেয়েছেন তিনি। এর পর মেসির সবচেয়ে বেশি গোল বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

আতলেতিকো মাদ্রিদ: ২৫ গোল

সেভিয়া: ২৫ গোল

রিয়াল মাদ্রিদ: ২১ গোল

ভালেন্সিয়া: ২০ গোল

ওসাসুনা: ১৯ গোল

আথলেতিক বিলবাও: ১৯ গোল

গেতাফে: ১৮ গোল

বিভিন্ন প্রতিযোগিতায় গোল

স্বাভাবিকভাবেই মেসির সবচেয়ে বেশি গোল লা লিগায়। ৩০৯ গোল করে স্পেনের শীর্ষ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে তিনটি বিশ্বকাপ খেলে তার গোল কেবল ৫টি। রাশিয়া ২০১৮ বিশ্বকাপে সংখ্যাটা নিশ্চয়ই বাড়িয়ে নিতে উন্মুখ থাকবেন আর্জেন্টিনা অধিনায়ক।

লা লিগা: ৩০৯ গোল

চ্যাম্পিয়ন্স লিগ: ৮৩ গোল

কোপা দেল রে: ৩৯ গোল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ২৭ গোল

বিশ্বকাপ বাছাইপর্ব: ১৫ গোল

স্প্যানিশ সুপার কাপ: ১১ গোল

বিশ্বকাপ: ৫ গোল

ক্লাব বিশ্বকাপ: ৫ গোল

কোপা আমেরিকা: ৩ গোল

ইউরোপিয়ান সুপার কাপ: ৩ গোল

মেসির গোলে সহায়তাকারীরা

চাভি এর্নান্দেস আর আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে দারুণ সমন্বয় নিয়ে খেলার জন্য বেশ সুনাম আছে মেসির। তবে তারকা এই ফরোয়ার্ডকে সবচেয়ে বেশি গোলে সহায়তা করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফুল-ব্যাক দানি আলভেস।

দানি আলভেস: ৪২ গোল

আন্দ্রেস ইনিয়েস্তা: ৩৩ গোল

চাভি এর্নান্দেস: ৩১ গোল

পেদ্রো রদ্রিগেস: ২৫ গোল

লুইস সুয়ারেস: ১৬ গোল

সেস ফাব্রেগাস: ১৫ গোল

নেইমার: ১৪ গোল

হ্যাটট্রিক হিরো

৬৩২ ম্যাচ খেলে ৫০০ গোলের মাইলফলকে পৌঁছানো মেসি ক্যারিয়ারে ৩৮ ম্যাচে তিন বা তার বেশি গোল করেন। ২০১২ সালে বায়ার লেভারকুজেনের বিপক্ষে বার্সেলোনার ৭-১ গোলে জেতা ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়েন মেসি।

এক গোল: ১৮৪ ম্যাচ

দুই গোল: ৯৮ ম্যাচ

হ্যাটট্রিক: ৩৩ ম্যাচ

চার গোল: ৪ ম্যাচ

পাঁচ গোল: এক ম্যাচ

ক্লাব ফুটবলে শক্তিশালী

আর্জেন্টিনার হয়ে অলিম্পিক ফুটবলে সোনার পদক জেতা মেসি জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপার দেখা পাননি। গত বিশ্বকাপে রানার্সআপ হওয়াই জাতীয় দলের হয়ে তার সেরা সাফল্য। গত বছরের কোপা আমেরিকাতেও রানার্সআপ হয় তার দল।

আর্জেন্টিনার চেয়ে বার্সেলোনার হয়ে মেসির ম্যাচ প্রতি গোল করার গড় উল্লেখ করার মতো ভালো।

বার্সেলোনার হয়ে গোলের গড়: ০.৮৬ (৫২৫ ম্যাচে ৪৫০ গোল)

আর্জেন্টিনার হয়ে গোলের গড়: ০.৪৭ (১০৭ ম্যাচে ৫০ গোল)

২০১২ সালকে টপকানো কঠিন

২০১২ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯১ গোল করেন মেসি। অন্য বছরগুলোয় এর ধারেকাছেও যেতে পারেননি তিনি।

২০০৫ সাল: ৩ গোল

২০০৬ সাল: ১২ গোল

২০০৭ সাল: ৩১ গোল

২০০৮ সাল: ২২ গোল

২০০৯ সাল: ৪১ গোল

২০১০ সাল: ৬০ গোল

২০১১ সাল: ৫৯ গোল

২০১২ সাল: ৯১ গোল

২০১৩ সাল: ৪৫ গোল

২০১৪ সাল: ৫৮ গোল

২০১৫ সাল: ৫২ গোল

২০১৬ সাল: ২৬ গোল (চলছে)