‘সিলভার ব্রাজিল দলে জায়গা প্রাপ্য’

পিএসজির অধিনায়ক চিয়াগো সিলভার ব্রাজিল দলে জায়গা পাওয়াটা প্রাপ্য বলে মনে করেন ইন্টার মিলানের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্দা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2016, 12:39 PM
Updated : 17 April 2016, 12:39 PM

২০১৪ বিশ্বকাপ শেষে দুঙ্গা দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক সিলভা।

গত বছরের কোপা আমেরিকার ব্রাজিল দলে সিলভাকে রেখেছিলেন দুঙ্গা। কিন্তু কোয়ার্টার-ফাইনালে পিএসজির এই ডিফেন্ডারের কারণে প্যারাগুয়ে পেনাল্টি পায় এবং তা থেকে গোল করে সমতায় ফেরে। এর পর টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নেয় ব্রাজিল।

পিএসজিতে চলতি মৌসুমে অসাধারণ খেললেও কোপা আমেরিকার পর আর সিলভাকে দলে ডাকেননি দুঙ্গা।

মিরান্দা মনে করেন, পিএসজিতে খেলা ব্রাজিলের তিন জন ডিফেন্ডারই জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য।

“আমি মনে করি, চিয়াগো সিলভা দারুণ এক ডিফেন্ডার, যার জাতীয় দলে জায়গা পাওয়া প্রাপ্য। কিন্তু এটা কোচের পছন্দের ব্যাপার এবং আপনাকে সেটাকে শ্রদ্ধা করতে হবে। আমিও বাদ পড়েছি এবং শিক্ষা পেয়েছি।”

“দাভিদ লুইস? সে ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার। এটা স্বাভাবিক যে, যখন আপনি ভুল করবেন তখন সমালোচিত হবেন। আমার তার আর চিয়াগো সিলভার সঙ্গে খেলতে সমস্যা নেই। অথবা মারকুইনিয়োসের সঙ্গে খেলতেও সমস্যা নেই।”