ইউরোতে খেলা হচ্ছে না বেনজেমার

জাতীয় দল সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় করিম বেনজেমার বিরুদ্ধে তদন্ত চলতে থাকায় তাকে ইউরো ২০১৬-তে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ফ্রান্সের ফুটবল কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2016, 07:11 PM
Updated : 13 April 2016, 07:11 PM

সতীর্থকে ব্ল্যাকমেইলের ঘটনায় বেনজেমার জড়িত থাকার সন্দেহে গত ডিসেম্বরে তাকে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়। আর বুধবার এক বিবৃতিতে আগামী ১০ জুন শুরু হতে যাওয়া ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় দেশের হয়ে ২৭ গোল করা এই তারকাকে বিবেচনা না করার সিদ্ধান্ত জানায় ফ্রান্স ফুটবল ফেডারেশন।

বোর্ডের এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন শুরু থেকেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসা বেনজেমা। টুইটারে রিয়াল মাদ্রিদ তারকা লিখেন, “(এই সিদ্ধান্ত) আমার জন্য এবং আমাকে যারা সমর্থন করে তাদের জন্য দুর্ভাগ্যজনক।”

গত মাসে ভালবুয়েনার সঙ্গে বেনজেমার যোগাযোগ করার আইনি বাধা উঠে গেলে ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের দেশের হয়ে ইউরোতে খেলার সম্ভাবনা জেগেছিল। কিন্তু এফএফএফ-এর সবশেষ এই সিদ্ধান্তে দেশের মাটিতে ইউরোর আগামী আসরে আর তার খেলা হচ্ছে না।