মেসির দেখা পেল না ওবামার মেয়েরা

প্রথমবারের মতো আর্জেন্টিনা সফরে এসে নিজের দুই মেয়ের লিওনেল মেসি প্রীতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে সাক্ষাতের সুযোগটা মেলাতে পারেননি বলে মেয়েদের আর্জেন্টিনা সফরে নিয়ে আসেননি বলেও জানান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2016, 09:52 AM
Updated : 24 March 2016, 09:52 AM

ওবামার দুই মেয়ে সাশা ও মালিয়া খুব করে চেয়েছিলেন মেসির সঙ্গে দেখা করতে। কিন্তু ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচ খেলার জন্য মেসি এ মুহূর্তে ভীষণ ব্যস্ত। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় চিলির মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা।

বুয়েনস আইরেসে বক্তৃতায় ওবামা সাশা ও মালিয়ার মেসিপ্রীতির কথা জানিয়ে বলেন, “দুই মেয়েকেও আমি এখানে নিয়ে আসতে চেয়েছিলাম, যাতে তারা এই শহরের সৌন্দর্য্য ও স্পন্দন দেখতে পারে। এরই মধ্যে তারা একজন বিখ্যাত আর্জেন্টাইন পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছে, এখন তারা মেসির সঙ্গে দেখা করতে চায় কিন্তু আমি সেটার আয়োজন করতে পারিনি।”