জয়ে ফেরার দিনে লিভারপুলের গোলবন্যা

দলের সবাই একসঙ্গে জ্বলে ওঠায় দারুণভাবে জয়ে ফিরেছে লিভারপুল। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা অ্যাস্টন ভিলাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 04:05 PM
Updated : 14 Feb 2016, 04:05 PM

লিগে তিন ম্যাচ এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল লিভারপুল। 

রোববার প্রতিপক্ষের মাঠে রোববার নয় মিনিটের ব্যবধানে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

ষষ্ঠদশ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োর ক্রসে হেড করে প্রথম গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ। আর ২৫তম মিনিটে বাঁ দিক থেকে ফ্রি-কিকে বল জালে জড়ান তার স্বদেশি মিডফিল্ডার জেমস মিলনার।

৫৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট বল জালে জড়ান লিভারপুলের জার্মান মিডফিল্ডার এমরে কান।

৬২তম মিনিটে স্টারিজের বদলি হিসেবে নামা দিভোক ওরিজি পরের মিনিটেই স্কোরলাইন ৪-০ করেন। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো সোজাসুজি শট লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই স্ট্রাইকার।

এর দুই মিনিট বাদে স্কোরশিটে নাম লেখান ইংল্যান্ডের ডিফেন্ডার ন্যথ্যানিয়েল ক্লাইন। আর ৭১তম মিনিটে হেডে দলের ষষ্ঠ গোলটি করেন কোত দি ভোয়ার ডিফেন্ডার কোলো তুরে।

৮০তম মিনিটে ব্যবধান কমাতে পারতো অ্যাস্টন, কিন্তু স্কট সিনক্লেয়ারের উচু করে মারা শটটি পোস্টে লাগায় বিশাল ব্যবধানে হারের লজ্জাতেই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এই জয়ে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল।  

দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

২৬ ম্যাচে আর্সেন ভেঙ্গারের দলের পয়েন্ট ৫১; লেস্টারের ৫৩।