সেল্তাকে বিপজ্জনক ভাবছেন বার্সা কোচ

সেল্তা ভিগোর সঙ্গে লিগে সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান বার্সেলোনার জন্য খুব একটা সুখকর নয়। আরেকটি ম্যাচের আগে দলটিকে ‘বিপজ্জনক’ প্রতিপক্ষ বলে উল্লেখে করেছেন কাম্প নউয়ের দলটির কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 09:19 AM
Updated : 14 Feb 2016, 09:20 AM

বার্সেলোনার মাঠে রোববার স্পেনের লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
 
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সেল্তার কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এর পরও নিজের সাবেক ক্লাবকে নিয়ে সতর্ক এনরিকে। 
 
“তারা বিপজ্জনক এক প্রতিপক্ষ। তারা সাহসী, ম্যাচের সব ক্ষেত্রে আধিপত্য বিস্তারকারী আর আকর্ষণীয় ফুটবল খেলা এক দল।”
 
স্পেনের ক্লাবগুলোর মধ্যে টানা অপরাজিত থাকার রেকর্ড (২৯ ম্যাচ) গড়া বার্সেলোনা স্পেনের শীর্ষ লিগে শেষ ১৫ ম্যাচে হারেনি। এর মধ্যে ১২টিতেই জয় পায় তারা, বাকি তিনটি ম্যাচ করেছে ড্র। সব মিলিয়ে এবারের লিগে ২২ ম্যাচ খেলে দুটিতেই কেবল হেরেছে বার্সেলোনা।
 
এই দুই হারের একটি সেল্তার বিপক্ষে; গত সেপ্টেম্বরে সেল্তার মাঠ থেকে ৪-১ গোলে হেরে আসে এনরিকের শিষ্যরা। গত মৌসুমেও দলটির বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছিল তারা; ১-০ গোলের হারটি ছিল ঘরের মাঠে। 
 
অতীতের এই হার নিয়ে এনরিকে বলেন, “গত বছর আমরা তাদের চেয়ে অনেক ভালো ছিলাম। কিন্তু পোস্ট আর তাদের গোলরক্ষকের জন্য আমরা গোল করতে পারিনি। তুলনায় এ মৌসুমের লড়াইয়ে পরিষ্কারভাবে তারা ভালো ছিল। জয় তাদের প্রাপ্য ছিল।”