ব্রাজিল দলে ফেরার লক্ষ্য রবিনিয়োর

চীন থেকে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফেরা রবিনিয়ো আবার জাতীয় দলে জায়গা পাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 02:30 PM
Updated : 13 Feb 2016, 02:30 PM

চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দেতে ছয় মাস খেলার পর এ মাসেই ব্রাজিলের আতলেতিকো মিনেইরোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেন রবিনিয়ো।

এভারগ্রান্দের দায়িত্বে থাকা ব্রাজিলের সাবেক কোচ লুইস ফেলিপের অধীনে নিয়মিত খেলার সুযোগ পাননি সান্তোসের সাবেক ফরোয়ার্ড। তবে এখন আতলেতিকো মিনেইরোতে নিজের সেরা রূপে ফিরতে মরিয়া তিনি।

“আমার লক্ষ্য হচ্ছে জাতীয় দলে ফেরা। তবে আগে আমাকে ভালো খেলতে হবে।”

আতলেতিকো মিনেইরোতে রবিনিয়োকে উপস্থাপনের দিন রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সাবেক এই ফরোয়ার্ড জানান, কোপা লিবের্তাদোরেস জয়ের জন্য বুঁদ হয়ে না থাকলেও এটাই তার প্রেরণার অংশ।

“এটা গুরুত্বপূর্ণ একটা শিরোপা, যেটা আমি জিতিনি। এখন আতলেতিকোর হয়ে আমার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে। আর এটা আমার লক্ষ্য।”

“আমি খুব অনুপ্রাণিত, খুব খুশি। অভ্যর্থনার জন্য আমি খেলোয়াড় আর সমর্থকদের ধন্যবাদ জানাই। আমি দারুণ এক ক্লাবে এসেছি এবং আতলেতিকোকে প্রত্যেক প্রতিযোগিতায় সহায়তা করার আশা করছি,” যোগ করেন ৩২ বছর বয়সী রবিনিয়ো।