ভারতের কাছে হেরে ফুটবলে সেমিতে বিদায় বাংলাদেশের

বাংলাদেশের দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে গেছে। সেমি-ফাইনালে স্বাগতিক ভারতের কাছে হেরেছে গনসালো সানচেস মরেনোর শিষ্যরা। একই দিনে মেয়েদের ফুটবলে ভারতের কাছে হেরে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 12:35 PM
Updated : 13 Feb 2016, 01:54 PM

গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে শনিবারের সেমি-ফাইনালে বাংলাদেশের ছেলেরা হারে ৩-০ গোলে।

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় গত এসএ গেমসের সেমি-ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ভারত। ২২তম মিনিটে উদান্তা সিং দলকে এগিয়ে নেওয়ার পর ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরি মাভিহমিংথাঙ্গা ।

৬৩তম মিনিটে জয়েস র‌্যান বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করলে ভারতের ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে উঠেছিল ভারত।

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করা জীবন-রায়হানরা গ্রুপের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছিল ২-১ ব্যবধানে।

সোনার স্বপ্ন গুঁড়িয়ে যাওয়ায় বাংলাদেশকে এখন খেলতে হবে ব্রোঞ্জের জন্য। আগামী সোমবার হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

শনিবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মেয়েদের কাছে ৫-১ গোলে হারে সাবিনারা। এই মেয়েদের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছে।

নেপালের কাছ হেরে টুর্নামেন্ট শুরু করে মেয়েরা। তবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়ায় সাবিনা-মার্জিয়ারা। ফাইনালে খেলতে হলে ভারতের বিপক্ষে ড্র দরকার ছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের।

চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেলো সাবিনারা। গত আসরেও তৃতীয় হয়েছিল মেয়েরা।

ছেলেদের হকিতেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

এসএ গেমসের এবারের আসরে চারটি সোনা, ১২টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।