সিদ্দিকুরের হতাশার দিনে ভালো খেললেন জামাল, সোহেল

বসুন্ধরা বাংলাদেশ ওপেনে তৃতীয় রাউন্ডে আরও পিছিয়ে পড়েছেন সিদ্দিকুর রহমান। তবে বাংলাদেশের সেরা এই গলফারের হতাশার দিনে আলো ছড়িয়েছেন বাংলাদেশের অপর দুই গলফার জামাল হোসেন ও শাখাওয়াত সোহেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 01:02 PM
Updated : 12 Feb 2016, 01:02 PM

কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও পাঁচটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৪৭তম স্থানে নেমে গেছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ২৭তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে সপ্তম স্থানে আছেন বাংলাদেশের জামাল হোসেন ও শাখাওয়াত সোহেল।

তৃতীয় রাউন্ডে সাতটি বার্ডি ও পাঁচটি বোগিতে পারের চেয়ে দুই শট কম খেলেন সোহেল। আর চারটি বার্ডি ও একটি বোগি করেন জামাল।

বাংলাদেশের আরেক গলফার আব্দুল মতিন তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে একাদশ স্থানে আছেন।

তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১৭ শট কম খেলে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের থিতিফুন চুয়াইপ্রাকং।