মেসি-নেইমারের মতো বিশ্রামে এনরিকের কণ্ঠও

আগেই ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তিন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেসকে বিশ্রাম দিয়েছিলেন লুইস এনরিকে। সঙ্গে নিজের কণ্ঠকেও একটু বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 09:47 AM
Updated : 11 Feb 2016, 09:47 AM

নিজেদের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বে ভালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে গত বুধবার দ্বিতীয় পর্বে লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারকে ছাড়া খেলতে নেমে ১-১ গোলে ড্র বার্সেলোনা।

এদিন ম্যাচের সময় সাইডলাইনে দাড়িয়ে খেলোয়াড়দের নির্দেশনা দেন সহকারী কোচ হুয়ান কার্লোস।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “এটা আমার কণ্ঠের অবস্থা ভালো ছিল না বলে।”

“হুয়ান কার্লোস আর আমার পরিকল্পনা একই। সে যখনই সাহায্য করতে পারে, তখনই তাকে এটা করতে দিতে চাই আমি।”

ভালেন্সিয়ার বিপক্ষে বলতে গেলে বার্সেলোনার দ্বিতীয় সারির দলকেই খেলিয়েছেন এনরিকে। তবে এই দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট বার্সেলোনা কোচ।

“রিজার্ভ খেলোয়াড়দের বেশি সময় খেলাতে চেয়েছিলাম আমি। আর এই কারণেই আমরা এই পদ্ধতিতে খেলেছি। আমরা স্ট্রাইকার ছাড়া খেলেছি, ইভান রাকিতিচ খেলেছে প্লে-মেকার হিসেবে। আমার খেলোয়াড়রা যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাতে আমি খুশি।”