নেইমারকে এনরিকের পরামর্শ 

বার্সেলোনার গ্রেট ফুটবলার হতে গেলে নেইমারকে মাঠের বাইরের বিষয়গুলো ঠিকভাবে সামলাতে হবে বলে মনে করেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 04:12 PM
Updated : 9 Feb 2016, 04:16 PM

মাঠে দারুণ ফর্মে থাকা নেইমার আর তার বাবাকে স্পেন আর ব্রাজিলে কর ফাঁকির অভিযোগ নিয়ে লড়াই করতে হচ্ছে। গত শুক্রবার একটি নৈশক্লাবে নেইমার তার ২৪তম জন্মদিন পালন করার সময় তার বাবার সঙ্গে সাংবাদিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 
 
এর পর গত রোববার স্পেনের লা লিগায় লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলে জেতা ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন নেইমার।  
 
এনরিকে বলেন, “বার্সার মতো বড় দলের খেলোয়াড় হওয়ায় তোমাকে খুব শক্ত হতে হবে। মাঠে আর মাঠের বাইরের পরিস্থিতি এবং ফুটবল বিশ্বে যা কিছু ঘটে তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে।”

ভালেন্সিয়ার মাঠে আগামী বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “বড় ক্লাবের খেলোয়াড়দের জন্য এসব বিষয় সামলানো কঠিন। কিন্তু লম্বা সময় ধরে এখানে থাকা যে কোনো খেলোয়াড়েরই এটা সামলানোর সামর্থ্য আছে।”

 
“কখনও কখনও বলে শট মারার সামর্থ্যের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে,” যোগ করেন এনরিকে।
নিজেদের মাঠে প্রথম পর্বে ভালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। এর পরও দ্বিতীয় পর্বের ম্যাচটিকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না এনরিকে। প্রথম মিনিট থেকে তার দল জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে বলে জানান বার্সেলোনা কোচ।