বার্সা ম্যাচে ভালেন্সিয়া কোচের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

বার্সেলোনার মাঠে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে আসার পর নিজেদের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা শুনিয়েছেন ভালেন্সিয়া কোচ গ্যারি নেভিল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 03:21 PM
Updated : 9 Feb 2016, 03:31 PM

আগামী বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি পর্বে বার্সেলোনার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ভালেন্সিয়া। তবে প্রথম পর্বে বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ায় ফিরতি লেগে তাদের পাওয়ার আছে সামান্যই।

এ বিষয় নিয়ে অবশ্য ভাবছেন না নেভিল। সব মিলিয়ে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি।

“আমি সমর্থকদের চাওয়া পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। দলটির জন্য তারা অনেক ভাবে এবং ভালেন্সিয়ার জন্য অনেক কিছু ত্যাগ করে। আমরা তাদের খুশি করতে চাই।”

গত ১৩ ডিসেম্বর ভালেন্সিয়ার কোচ হিসেবে অভিষেক হয় নেভিলের। এর পর থেকে কোপা দেল রেতে তিনটি ম্যাচ জিতলেও লিগে জয়শূন্য তারা। এ সময়ে লা লিগায় ৯ ম্যাচ খেলে চারটিতে ড্র করে ও পাঁচটিতে হারে দলটি।

কোচিং ক্যারিয়ারের শুরুটা বাজে হলেও শিগগিরই তার দল কক্ষপথে ফিরবে বলে বিশ্বাস নেভিলের।

টানা ব্যর্থতায় লিগের পয়েন্ট তালিকায় চতুর্দশ স্থানে নেমে গেছে ভালেন্সিয়া। অবনমন অঞ্চল থেকে মাত্র ৪ পয়েন্ট বেশি তাদের। তবে এখনই স্পেনের শীর্ষ এই লিগ থেকে ছিটকে পড়ার বিষয়ে ভাবতে রাজি নন নেভিল।

“আমি লা লিগা থেকে ছিটকে পড়ার বিষয়ে ভাবছি না। আমি ঘুরে দাঁড়াতে মরিয়া।”