ফুটবলে মেয়েদের জয়, ছেলেদের হোঁচট

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) ফুটবলের সোনার মুকুট ধরে রাখার শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ছেলেদের। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মেয়েরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 03:19 PM
Updated : 9 Feb 2016, 03:19 PM

ভারতের গুয়াহাটির সাই সেন্টারে মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচের ভুটানের সঙ্গে ১-১-এ ড্র করেছে রেজাউল করিমের দল। একই দিনে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপকে ২-০ গোলে হারায় মেয়েরা।
 
নেপালের কাছে হেরে যাওয়া মেয়েরা দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এবার মালদ্বীপের বিপক্ষে পাওয়া জয়ে ফাইনালে খেলার স্বপ্ন ভালোভাবে বাঁচিয়ে রাখল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
 
দুটি গোলই দ্বিতীয়ার্ধে পায় বাংলাদেশের মেয়েরা। ৪৭তম মিনিটে মার্জিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা। গ্রুপের শেষ ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
 
মেয়েদের জয়ের দিনে পয়েন্ট খুইয়েছে ছেলেরা। ১৯তম মিনিটে জিগমে দর্জির গোলে এগিয়ে যায় ভুটান। ৪২তম মিনিটে দলকে সমতায় ফেরান নবীব নেওয়াজ জীবন। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের কর্নারে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
 
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক গোলের সুযোগ নষ্ট করে ছেলেরা। পঞ্চম মিনিটে জীবনের শট পোস্টে লেগে প্রতিহত হয়। এরপরে সোহেল রানার শটও গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়। সব মিলিয়ে ফরোয়ার্ডদের ব্যর্থতায় ‘দুর্বল’ ভুটানের বিপক্ষে চড়া মাশুলই দিতে হয়েছে এসএ গেমসে ফুটবলের শিরোপাধারী বাংলাদেশকে।
 
আগামী বুধবার গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে আসা নেপালের মুখোমুখি হবে গনসালো মরেনোর শিষ্যরা।