সাঁতার থেকে আরও তিনটি ব্রোঞ্জ

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) সাঁতার থেকে আরও তিনটি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 02:29 PM
Updated : 9 Feb 2016, 02:29 PM

গুয়াহাটির ড. জাকির হোসেন অ্যাকুয়াটিম কমপ্লেক্সে মঙ্গলবার বিকেলে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৪৫.১৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান বাংলাদেশের সোনিয়া আক্তার। এই ইভেন্টে ভারতের দামিনি গৌদা (২ মিনিট ২১.১২ সেকেন্ড) সোনা ও শ্রীলঙ্কার রিদমি রানকোথগে (২ মিনিট ৩৯.১০) রুপা জিতেছেন।
 
ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১৩.০২ সেকেন্ডে সাঁতার শেষ করে তৃতীয় হন জুয়েল আহমেদ। ভারতের সঞ্জন প্রকাশ (২ মিনিট ০৩.০২) ও শ্রীলঙ্কার সেরান্থা ডি সিলভা (২ মিনিট ১১.১০) যথাক্রমে এই ইভেন্টের সোনা ও রুপা জিতেছেন।
 
সাঁতারের চতুর্থ দিনে বাংলাদেশের শেষ পদকটি এসেছে ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলে থেকে। আসিফ রেজা-অনিক ইসলাম-জুয়েল আহমেদ-মাহফিজুর রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ দল ৮ মিনিট ৩১.০৮ সেকেন্ডে সাঁতার শেষ করে। এই ইভেন্টের সোনা জিতেছে টুর্নামেন্টের স্বাগতিক ভারত এবং রুপা পেয়েছে শ্রীলঙ্কা।
 
সব মিলিয়ে সাঁতার থেকে এ পর্যন্ত দুটি সোনা ও ১১টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। 
 
সাঁতার থেকে দুটি সোনার পদকই এনে দিয়েছেন মাহফুজা আক্তার শীলা। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের পর ৫০ মিটারেও সেরা হন ২৫ বছর বয়সী এই সাঁতারু।