রিয়ালেই থাকছেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোর দলবদলের সম্ভাবনা নিয়ে মাঝে মধ্যে গুঞ্জন ছড়ালেও কোনোটাই সত্যি নয় বলে নিজেই জানিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। অন্তত আগামী দুই মৌসুম রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন না ৩১ বছর বয়সী এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 08:26 PM
Updated : 8 Feb 2016, 08:26 PM

গত মৌসুম থেকে বেশ কয়েকবার রোনালদোকে তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চায় বলে গুঞ্জন ছড়ায়। ২০০৮ সালে ইংল্যান্ডের এই ক্লাব থেকেই রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। সঙ্গে এ মৌসুমে যোগ হয়, ফরাসি ক্লাব পিএসজির তাকে কিনতে চাওয়ার খবর।
 
গণমাধ্যমের সেসব খবর উড়িয়ে দিয়ে রোনালদো বলেন, “আমি এখানে আরও দুই বছর থাকতে চাই। দুই বছর পর আমার চুক্তিও শেষ হবে।”
 
রিয়ালের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তি ২০১৮ সালে শেষ হবে। 
 
সোমবার এক অনুষ্ঠানে গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪৮ গোল করার পুরস্কার হিসেবে ‘পিচিচি ট্রফি’ রোনালদোর হাতে তুলে দেওয়া হয়। সেখানেই নিজের বর্তমান ও ভবিষ্যত নিয়ে কথা বলেন তিনবারের বর্ষসেরা তারকা।
 
চুক্তি শেষে রিয়াল ছাড়বেন কি না কিংবা ছাড়লে কোথায় যাবেন, সে প্রসঙ্গে রোনালদো বলেন, “ভবিষ্যত? দেখা যাক কি হয়।”
 
এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন রোনালদো। এর আগে ২০১০-১১ মৌসুমে ৪১ গোল ও ২০১৩-১৪ মৌসুমে ৩১ গোল করে পুরস্কারটি পেয়েছিলেন তিনি।
 
পিচিচি ট্রফি জেতার তালিকায় মেসির পাশে বসলেন রোনালদো। বার্সেলোনার এই ফরোয়ার্ডও এ পর্যন্ত তিনবার এই স্বীকৃতি পেয়েছেন। ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।