‘রেকর্ড ভেঙেই যাবেন রোনালদো’

এ মৌসুমে নিজের মান অনুযায়ী খেলতে না পারায় মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। তবে এই পর্তুগিজ ফরোয়ার্ডের সামর্থ্যের উপর অগাধ আস্থা আছে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হুগো সানচেসের। তার বিশ্বাস, আগের মতোই একের পর এক রেকর্ড ভেঙে যাবেন তিনবারের বর্ষসেরা রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 02:27 PM
Updated : 8 Feb 2016, 02:27 PM

মেক্সিকোর কিংবদন্তি ফুটবলার সানচেসের মতে, রোনালদো এখনও রিয়ালের আক্রমণভাগের সেরা খেলোয়াড়।

এ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ৩০ গোল করেছেন রোনালদো। কিন্তু তার পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবটা বারবারই ফুটে ওঠে।

অনেকের মতেই, ৩১ বছর বয়সী রোনালদো তার ক্যারিয়ারের সুসময় পিছনে ফেলে এসেছেন। সানচেস তা মানতে নারাজ।

স্পেনের ক্রীড়া পত্রিকা মার্কাকে তিনি বলেন, “রোনালদো খুবই প্রতিযোগিতামূলক খেলোয়াড়। আর এ কারণেই সে রেকর্ডের পর রেকর্ড ভাঙতে থাকবে।”

এ মৌসুমেই সানচেসকে ছাড়িয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসেন রোনালদো। স্পেনের শীর্ষ এই লিগে রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাও এখন তিন বারের বর্ষসেরা এই তারকা।

রোনালদোর কাছে নিজের রেকর্ডটি হারিয়ে একটুও কষ্ট পাননি বলে জানান সানচেস।

১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের তখনকার রেকর্ডটি গড়ার পথে ৫টি লা লিগাসহ মোট ১০টি শিরোপা জেতেন সানচেস।