টিটিতে মেয়েদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ

রূপার স্বপ্ন পূরণ করতে পারেনি টেবিল টেনিসের (টিটি) মেয়েরা। দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দলগত ইভেন্ট থেকে ব্রোঞ্জ পেয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 06:47 PM
Updated : 9 Feb 2016, 02:05 PM

শিলংয়ের জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে রোববার নেপালকে ৩-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় হয় মৌমিতা আক্তার, রহিমা আক্তার ও মিনারা শারমীনকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

তৃতীয় হওয়ার পথে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে ও আফগানিস্তানকে একই ব্যবধানে হারায় মৌমিতা-রহিমারা।

২০১০ সালের নিজেদের মাঠে হওয়া আসরেও দলগত ব্রোঞ্জ পেয়েছিল টিটির মেয়েরা।

সব মিলিয়ে দুটি সোনা, তিনটি রূপা ও ১৪টি ব্রোঞ্জ মিলিয়ে এ পর্যন্ত ১৯টি পদক নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

৩০টি সোনা ১২টি রুপা আর ৩টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে আছে ভারত। শ্রীলঙ্কা পেয়েছে ৮টি সোনা ১৮টি রূপা আর ১৪টি ব্রোঞ্জ। ২টি সোনা ৫টি রুপা আর ৮টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান।