নাপোলিকে জেতালেন হিগুয়াইন, ইউভেন্তুসকে দিবালা

নিয়মিত গোল করে চলেছেন গনসালো হিগুয়াইন। এবার তার একমাত্র গোলে কার্পিকে হারিয়েছে নাপোলি। আরেক আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার জয় নিশ্চিত করা গোলে ফ্রোসিনোনেকে হারিয়েছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:15 PM
Updated : 7 Feb 2016, 04:15 PM

প্রথমবারের মতো ইতালির শীর্ষ লিগ সেরি আতে উঠে আসা কার্পির বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন হিগুয়াইন। এই নিয়ে ২৪ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত সেরি আর সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।

এই জয়ে ২৪ ম্যাচে শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট বেড়ে হলো ৫৬।

ফ্রোসিনোনের বিপক্ষে ইউভেন্তুসের জয়টি ২-০ গোলে। লিগে বর্তমান চ্যাম্পিয়নদের এটি টানা চতুর্দশ জয়।

প্রতিপক্ষের মাঠে ৭৩তম মিনিটে কলম্বিয়ার মিডফিল্ডার হুয়ান কুয়াদরাদোর গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে জয় নিশ্চিত করা গোলটি করেন দিবালা। এবারের লিগে আর্জেন্টিনার তরুণ এই স্ট্রাইকারের এটি ত্রয়োদশ গোল।

এই জয়ের পর দ্বিতীয় স্থানে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৫৪।

রোববার দিনের অন্য দুই ম্যাচে হেল্লাস ভেরোনার সঙ্গে ৩-৩ গোলে ইন্টার মিলান এবং উদিনেসের সঙ্গে ১-১ গোলে এসি মিলান ড্র করে।

সমান ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফিওরেন্তিনা। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার। ষষ্ঠ স্থানে থাকা মিলানের পয়েন্ট ৪০।