রেকর্ডে নয়, শিরোপায় চোখ বার্সা কোচের

রেকর্ড নিয়ে নয়, শিরোপা জয়ের কথা ভাবেন বলে জানিয়েছেন লেভান্তেকে হারানো বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:11 PM
Updated : 7 Feb 2016, 04:11 PM

স্পেনের লা লিগার পয়েন্ট তালিকার সবার নিচে থাকা লেভান্তের মাঠ থেকে রোববার ২-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।

কাতালুনিয়ার ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর এটি ছিল এনরিকের শততম ম্যাচ। এই জয়ে শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি স্পেনের ক্লাবগুলোর মধ্যে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৮ ম্যাচ অপরাজিত থাকার নিজেদের রেকর্ড ছুঁয়েছে গত মৌসুমে ট্রেবল জেতা দলটি।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “মৌসুম শেষ হওয়ার পর আমি আপনাদের বলব আমরা ভালো কিছু করেছি কিনা। …আমি সংখ্যায় পাত্তা দেই না। দল হিসেবে আমরা যে গোলগুলো পাই আমি সেগুলোতে আর লিগ জয়ে আগ্রহী।”

অবনমন অঞ্চলে থাকা লেভান্তে নিজেদের মাঠে বার্সেলোনাকে ভালোই ভুগিয়েছে। প্রথমার্ধে স্বাগতিক দলের হোসে লুইস মোরালেসের শট পোস্টে লাগে। আর বার্সেলোনাকে খুব বেশি সুযোগও তৈরি করতে দেয়নি তারা। 

এনরিকে বলেন, “১-০ হওয়ার পর তারা আরও ঝুঁকি নিয়েছে। তাদের হারানোর কিছুই ছিল না। এই ম্যাচগুলো জটিল হয়ে ওঠে।”

“আমি মনে করি, ম্যাচ জিততে যথেষ্ট করেছি আমরা। কিন্তু এটা সত্যি যে, লেভান্তে সমতায় থেকে বা এগিয়ে থেকেও বিরতিতে যেতে পারত। আমি মনে করি ফল ঠিক আছে,” যোগ করেন এনরিকে।