ফুটবলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশের মেয়েরা

হার দিয়ে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বাদশ আসর শুরু করা বাংলাদেশ মহিলা ফুটবল দল ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:07 PM
Updated : 7 Feb 2016, 04:07 PM

জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে ৬২তম মিনিটে রোববার কৃষ্ণা রানী সরকারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ছয় মিনিট পর শ্রীলঙ্কা সমতায় ফেরে। তবে ৮৫তম মিনিটে কৃষ্ণার করা দ্বিতীয় গোলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
 
এসএ গেমসের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনে নেপালের মেয়েদের কাছে ৩-০ গোলে হারে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
 
আগামী মঙ্গলবার মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশে। ১৩ ফেব্রুয়ারি কৃষ্ণাদের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
 
লিগ ভিত্তিক ম্যাচের পর সেরা দুই দল সোনার লড়াইয়ে মুখোমুখি হবে ফাইনাল ম্যাচে। আর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা দল পাবে ব্রোঞ্জ পদক।
 
নিজেদের মাঠে গত আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশের মেয়েরা।