বোর্নমাউথের মাঠে আর্সেনালের স্বস্তির জয়

এক মাসেরও বেশি সময় পর প্রিমিয়ার লিগে জিতেছে আর্সেনাল। প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় উঠে আসা বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 03:39 PM
Updated : 7 Feb 2016, 03:39 PM

এর আগে গত ২ জানুয়ারি লিগে সবশেষ জিতেছিল আর্সেনাল; নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছিল লন্ডনের ক্লাবটি।

লিগে টানা চার ম্যাচে জয়শূন্য থাকা আর্সেনাল রোববার প্রতিপক্ষের মাঠে শুরুটা করে দুর্দান্ত; এক মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায় তারা।

২৩তম মিনিটে অলিভিয়ে জিরুদের হেডে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে প্রথম গোলটি করেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল; বল ক্রসবারে লেগে জালে জড়ায়। পরের মিনিটেই নিচু কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন।

তিন মিনিট বাদেই ব্যবধান কমাতে পারতো স্বাগতিকরা; তবে ইংলিশ মিডফিল্ডার হ্যারি অ্যার্টারের শট কোনোমতে কর্নারের মাধ্যমে ঠেকান আর্সেনাল গোলরক্ষক পেতর চেক।

যোগ করা সময়ে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েও পেতর চেকের বাধা এড়াতে পারেনি বোর্নমাউথ। ইংলিশ ডিফেন্ডার স্টিভ কুকের জোরালো শট পা দিয়ে ঠেকানোর পর অ্যার্টারের ফিরতি শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক।

এই জয়ে ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার্সের পয়েন্টও সমান ৪৮, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

চতুর্থ স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৭। আর শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫৩।