সেরা ফর্মে নেই বার্সেলোনা!

দুরন্ত গতিতে এগিয়ে চলা বার্সেলোনার বাধা হতে পারছে না কোনো দলই। এরই মধ্যে প্রতিপক্ষ দলগুলোর জন্য ভয় পাওয়ার মতো একটি কথা বলেছেন কাতালুনিয়া ক্লাবটির কোচ লুইস এনরিকে; এখনও নাকি নিজেদের সেরা রূপে নেই তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 08:51 AM
Updated : 7 Feb 2016, 08:51 AM

২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। গত বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বে ভালেন্সিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। আর অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করেছে গত মৌসুমে ট্রেবল জেতা ক্লাবটি। 
 
গত অক্টোবরে লিগে সেভিয়ার কাছে ২-১ গোলে হারার পর থেকে এখন পর্যন্ত টানা ২৭ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। এত কিছুর পরও এনরিকে মনে করেন, তার দলের এখনও উন্নতির অনেক জায়গা আছে। 
 
লা লিগায় রোববার লেভান্তের মাঠে খেলতে নামছে বার্সেলোনা। এখানে না হারলে বার্সেলোনার কোচ হিসেবে পেপ গুয়ার্দিওলার টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলবেন এনরিকে।
 
বার্সেলোনা কোচ বলেন, “না, আমরা আমাদের সেরা ফর্মে নেই। গত মৌসুমের শেষ দিকে সত্যি ভালো একটি সময় গেছে আমাদের। এ মৌসুমে আমরা ভালো খেলছি। কিন্তু গত মৌসুমের মতো অতটা ভালো নয়।”
 
পয়েন্ট তালিকার সবার নিচে থাকা লেভান্তের বিপক্ষে ম্যাচেও খেলোয়াড় অদলবদল করবেন না বলে জানান এনরিকে।