পয়েন্টের হিসেবে বার্সার পাশে আতলেতিকো

ঘরের মাঠে দারুণ এক জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়েছে আতলেতিকো মাদ্রিদ। এইবারের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে দিয়েগো সিমেওনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 08:52 PM
Updated : 6 Feb 2016, 08:52 PM

ভিসেন্তে কালদেরনে শনিবারের এই ম্যাচে সবকটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। এই অর্ধের প্রথম মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার কেকোর গোলে এগিয়ে যায় এইবার। নয় মিনিট বাদেই অবশ্য আতলেতিকোকে সমতায় ফেরান উরুগুয়ের ডিফেন্ডার হোসে হিমেনেস।

এরপর আর স্বাগতিকদের আটকাতে পারেনি এইবার। ৬৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সাউলের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় আতলেতিকো। আর যোগ করা সময়ে ছয় গজ দূর থেকে বল জালে জড়িয়ে আতলেতিকোর জয় নিশ্চিত করেন ফের্নান্দো তরেস।

এই গোলে মাদ্রিদের ক্লাবটির হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন স্প্যানিশ স্ট্রাইকার তরেস।

এই জয়ের পর ২৩ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৫১। বার্সেলোনার পয়েন্টও সমান ৫১, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে আছে লুইস এনরিকের দল। মেসি-নেইমাররা অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।

আর ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।