ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মরিনিয়োর আলোচনা 

চেলসির সাবেক কোচ জোসে মরিনিয়োর প্রতিনিধির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ আলোচনা করেছে বলে জানিয়েছে বিবিসি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 11:20 AM
Updated : 6 Feb 2016, 11:20 AM

গত ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়া ৫৩ বছর বয়সী পর্তুগালের এই কোচ ইউনাইটেডে লুই ফন খালের জায়গা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 
 
বিবিসি জানায়, এখন পর্যন্ত দুই পক্ষ ঐক্যমতে পৌঁছায়নি। ইউনাইটেড এ ব্যাপারে কোনো মন্তব্যও করেনি। কিন্তু আলোচনা শুরু হয়েছে। 
 
৬৪ বছর বয়সী ডাচ কোচ ফন খাল চুক্তির মেয়াদ শেষের এক বছর আগে এ মৌসুমের শেষের দিকে ইউনাইটেড ছেড়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আর এটা ইউনাইটেডের দায়িত্ব নিতে উন্মুখ মরিনিয়োর পথ সুগম করে দিতে পারে। 
 

এই সপ্তাহের গোড়ার দিকে ম্যানচেস্টার সিটি বার্সেলোনার সাবেক কোচ পেপ গুয়ার্দিওলাকে আগামী মৌসুম থেকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। 
মরিনিয়ো ইউনাইটেডের দায়িত্ব নিলে দুজনের পুরানো দ্বৈরথটা আবার চাঙ্গা হয়ে উঠবে, যেটার শুরু হয়েছিল ২০১০ সালে মরিনিয়ো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকে। 
২৪ ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে ইউনাইটেড, ৪০ পয়েন্ট তাদের। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার সিটি।