নেইমার রিয়ালে গেলে সমর্থনই করবেন রোনালদিনিয়ো

সাবেক খেলোয়াড় হিসেবে বার্সেলোনার ভালো অবশ্যই চান রোনালদিনিয়ো। তবে তার কাছে এর চেয়েও বড় স্বদেশি নেইমারের স্বার্থ। ব্রাজিলের অধিনায়ক কাম্প নউ ছেড়ে রিয়াল মাদ্রিদে গেলে তা সমর্থনই করবেন বলে জানিয়ে দিয়েছেন কাতালুনিয়ার ক্লাবটির সাবেক প্লেমেকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 03:35 PM
Updated : 5 Feb 2016, 03:35 PM

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোনালদিনিয়ো মনে করেন, ভবিষ্যতের প্রশ্নে নেইমারের উচিত মনের কথা শোনা।

এর আগে রোনালদিনিয়ো বলেছিলেন, বার্সেলোনা ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন না। তবে এখন তিনি বলছেন, ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড যদি মনে করেন তার জন্য এটা সবচেয়ে ভালো হবে, তাহলে যাওয়ার সিদ্ধান্তই নিতে পারেন।

“নেইমার মাদ্রিদে যাবে কিনা? আমি তাকে সুখী দেখতে চাই। সে একজন বন্ধু। আমি চাইব, সে বার্সেলোনাতেই খেলুক আর ইতিহাস গড়ে যাক। কিন্তু আমি তাকে থাকার বা যাওয়ার জন্য পরামর্শ দেব না। তার উচিত নিজের মনের কথা শোনা।”

২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন রোনালদিনিয়ো। এসি মিলানের সাবেক তারকা বর্ষসেরা পুরস্কার জেতেন কাতালুনিয়ার ক্লাবটিতে থাকতেই। 

রোনালদিনিয়ো বলেন, “সুখের ক্ষেত্রে একটা কথা আছে; এক জনের জন্য যেটা ভালো, সেটা সব সময় অন্যের জন্য ভালো নাও হতে পারে।”