শাস্তি কমেছে মেসিকে ফাউল করা লুইসের

বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসিকে বাজেভাবে ট্যাকল করা ফিলিপে লুইসের তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচ করেছে স্পেনের ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 02:39 PM
Updated : 5 Feb 2016, 02:39 PM

স্পেনের লা লিগায় গত শনিবার কাম্প নউতে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মেসিকে মারাত্মক ফাউল করেন আতলেতিকোর ডিফেন্ডার লুইস। ব্রাজিলের এই ডিফেন্ডারকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ লুইস এনরিকে ট্যাকলটিকে ‘বিস্ময়কর’ বলে উল্লেখ করেছিলেন।

স্পেনের ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি লুইসকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল।

বুধবার করা আতলেতিকোর আপিলের পর শাস্তি কমিয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। লুইস এখন আগামী শনিবার ঘরের মাঠে এইবারের বিপক্ষে ম্যাচটিতেই শুধু খেলতে পারবেন না।