বিশ্ব রেকর্ড গড়ে নেইমারকে পেতে চেয়েছিল ম্যান ইউ

গত গ্রীষ্মের দলবদলের বাজারে নেইমারকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ কোটি ইউরোর (১৪ কোটি ৫০ লাখ পাউন্ড) প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ডের বাবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 10:06 AM
Updated : 5 Feb 2016, 10:06 AM

বার্সেলোনায় ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে গত মঙ্গলবার নেইমার ও তার বাবা স্পেনের এক বিচারকের সামনে হাজির হন। সেখানে নেইমার সিনিয়র বলেছিলেন, বার্সেলোনার বিরাট বাই-আউট ক্লজের পরও একটি ক্লাব তার ছেলেকে পেতে চেয়েছিল।

পরে স্পেনের রেডিও কোপেকে নেইমার সিনিয়র বলেন, তার ছেলেকে বিশ্ব রেকর্ড গড়ে নিতে চাওয়া সেই ক্লাবটি ম্যানচেস্টার ইউনাইটেড।

একজন সৃষ্টিশীল তারকা খেলোয়াড়কে দলে পেতে চেয়েছিলেন ইউনাইটেড কোচ লুই ফন খাল। ১৮ মাসে খেলোয়াড় কেনায় ২০ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করেন ডাচ এই কোচ। বিশ্ব রেকর্ড গড়ে নেইমারকে দলে ভেড়ালে সেই অঙ্কটা আরও বাড়ত।

নেইমার সিনিয়র বলেন, “তার (নেইমারের) চুক্তির মেয়াদ এখনও দুই বছর আছে। আপনাদের সবাইকে শান্ত থাকতে হবে। কারণ, আমার ছেলে এখানে খুব সুখে আছে।”

২০১৩ সালে গ্যারেথ বেলকে টটেনহ্যাম থেকে দলে নিতে রিয়াল মাদ্রিদের খরচ করা ৮ কোটি ৫১ লাখ পাউন্ডই ট্রান্সফার ফির বর্তমান বিশ্ব রেকর্ড।