বার্সাতেই থাকবেন নেইমার, বিশ্বাস সুয়ারেসের

নেইমার যে আরও অনেক বছর বার্সেলোনায় থাকবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই কাতালুনিয়া ক্লাবটির ফরোয়ার্ড লুইস সুয়ারেসের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2016, 02:55 PM
Updated : 4 Feb 2016, 03:04 PM

স্পেনের সংবাদমাধ্যমে খবর আসে দেশটির সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ আর ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে পেতে চায়।

এই সপ্তাহে খবর বের হয়, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনার সময় নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পাওয়া যায়নি। ফলে নেইমারের বাবা তার ছেলের অন্য কোথাও ট্রান্সফারের বিষয়ে ভাবছেন।

সুয়ারেস জানান, আগামী শুক্রবার ২৪ বছরে পা দিতে যাওয়া নেইমারের পাশেই আছে তার ক্লাব।

নিজেদের মাঠে গত বুধবার ভালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচ জয়ের পর সুয়ারেস বলেন, “আমি নিশ্চিত যে, নেইমার থাকবে। ক্লাব তাকে সমর্থন করে। আমি নিশ্চিত, সে এখানে অনেক বছর থাকবে।”

সুয়ারেসের ৪ আর মেসির ৩ গোলে ভালেন্সিয়াকে ৭-০ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা।