মেসি-নেইমার-সুয়ারেসদের খেলায় রোমাঞ্চিত এনরিকে

ভালেন্সিয়ার বিপক্ষে শিষ্যদের অসাধারণ পারফরম্যান্সে রোমাঞ্চিত লুইস এনরিকে। ৭-০ গোলের দারুণ এক জয়ের পর লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের প্রশংসা পাপ্য বলে মনে করেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2016, 10:12 AM
Updated : 4 Feb 2016, 10:12 AM

নিজেদের মাঠে গত বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বে ভালেন্সিয়াকে উড়িয়ে দিতে সুয়ারেস করেন ৪ গোল। বাকি ৩টি গোল করেন মেসি। ম্যাচ শেষে এনরিকে জয়ের কৃতিত্ব ভাগ করে দেন পুরো দলকেই।

“আমি মনে করি, শুধু একজন খেলোয়াড় নিয়ে কথা বলা অন্যায্য। কারণ, যে ১৪ জন খেলেছে, তাদের সবাই দারুণ ছিল। তারা সবাই ভালো খেলেছে। ফরোয়ার্ডরা চূড়ান্তভাবে কার্যকর ছিল। মিডফিল্ডাররা তাদের প্রয়োজনীয় পুরো জায়গাই করে নিয়েছে। ভালেন্সিয়াকে আমরা কোনো সুযোগই দেইনি।”

“আমরা আরও ভালো খেলেছি এবং প্রয়োজনীয় ছন্দ খুঁজে পেয়েছি। আর এটাই আমাদের বেশি সুযোগ তৈরি করতে দিয়েছে। আমাদের জন্য এটা দারুণ এক দিন। বার্সেলোনার সমর্থকেরা এটা খুব উপভোগ করেছে,” যোগ করেন এনরিকে।

বার্সেলোনা কোচ এর পর বলেন, “সম্প্রতি আমরা যে পরিমান ম্যাচ খেলেছি এরপরও দল যেমন আত্মবিশ্বাস নিয়ে সাড়া দিয়েছে, এর জন্য তাদের অভিনন্দন প্রাপ্য।”