নাপোলির জয়ে হিগুয়াইনের গোল

গনসালো হিগুয়াইন ও হোসে কায়েহনের গোলে সেরি আতে লাৎসিওকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাপোলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2016, 08:57 AM
Updated : 4 Feb 2016, 08:57 AM

প্রতিপক্ষের মাঠে গত বুধবার আর্জেন্টিনার ফরোয়ার্ড হিগুয়াইনের ২৪তম মিনিটের গোলে এগিয়ে যায় নাপোলি। এই নিয়ে ২৩ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত সেরি আর সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের ফরোয়ার্ড কায়েহন।

ম্যাচটির দ্বিতীয়ার্ধে স্বাগতিক দর্শকরা নাপোলির সেনেগালের ডিফেন্ডার কালিদৌ কৌলিবালিকে উদ্দেশ করে বর্ণবাদী স্লোগান দেয়। এই কারণে প্রায় তিন মিনিট খেলা বন্ধ থাকে। দুই দলের খেলোয়াড়, কোচ আর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ম্যাচটি আবার শুরু করেন রেফারি।

এই জয়ের পর ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। বুধবার জেনোয়াকে ১-০ গোলে হারানো ইউভেন্তুস ৫১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

ঘরের মাঠে ইউভেন্তুসের পাওয়া জয়টিতে ছিল ভাগ্যের ছোঁয়া। গত মৌসুমের চ্যাম্পিয়ন ইউভেন্তুস লিগে টানা ত্রয়োদশ জয়টি পায় ম্যাচের ৩০তম মিনিটে জেনোয়ার ফরাসি ডিফেন্ডার সেবাস্তিয়ান দে মাইয়োর  আত্মঘাতী গোলে।

একই দিন ঘরের মাঠে কার্পিকে ২-১ গোলে হারিয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফিওরেন্তিনা।

মাউরো ইকার্দির একমাত্র গোলে নিজেদের মাঠে কিয়েভোকে হারিয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার মিলান।

বাজেভাবে লিগ শুরু করার পর ঘুরে দাঁড়ানো এসি মিলান এবার ২-০ গোলে জয় পেয়েছে পালের্মোর বিপক্ষে।

প্রতিপক্ষের মাঠে ঊনবিংশ মিনিটে মিলানকে এগিয়ে দেন আগের ম্যাচে ইন্টারকে ৩-০ ব্যবধানে হারানোর দিন গোল করা কার্লোস বাক্কা। লিগে এটা তার দ্বাদশ গোল; ইউভেন্তুসের পাওলো দিবালা ও ইন্টারের এদেরের সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমে এখন পর্যন্ত সেরি আর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ার এই স্ট্রাইকার।

৩৩তম মিনিটে পেনাল্টি থেকে মিলানের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবায়ে নিয়াং।

এই জয়ের পর ৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মিলান। ৪১ পয়েন্ট নিয়ে এএস রোমা আছে পঞ্চম স্থানে।