ওয়াটফোর্ডের মাঠে চেলসির হোঁচট

প্রিমিয়ার লিগে ফের হোঁচট খেয়েছে চেলসি। এবার ওয়াটফোর্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে গাস হিডিংকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 10:55 PM
Updated : 3 Feb 2016, 10:55 PM

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ও এভারটনের সঙ্গে ড্র করার পর গত রাউন্ডে আর্সেনালকে একমাত্র গোলে হারিয়েছিল চেলসি।
 
ওয়াটফোর্ডের মাঠে প্রথমার্ধে একটা সুযোগ পেয়েছিল চেলসি, কিন্তু দিয়েগো কস্তার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। স্বাগতিকরাও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু অতিথি গোলরক্ষক থিবো করতোয়া বাধা এড়াতে পারেনি তারা।
 
ম্যাচের শেষ দিকে স্পানিশ স্ট্রাইকার কস্তার হেড স্বাগতিক গোলরক্ষক এক হাত দিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে।
 
জিতলে না পারলেও পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে চেলসি। ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে ওয়াটফোর্ড।
 
দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে একাদশ স্থানে উঠেছে এভারটন, তাদের পয়েন্ট ৩২।
 
শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫০। ৪৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় এবং ৪৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার্স তৃতীয় স্থানে আছে।