নাপোলি শিরোপা জিতবে, বিশ্বাস মারাদোনার

সেরি আর শিরোপার জন্য নাপোলির দীর্ঘ অপেক্ষা এ মৌসুমে অবসান হবে বলে মনে করেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 03:54 PM
Updated : 3 Feb 2016, 03:54 PM

১৯৮৯-৯০ মৌসুমে নাপোলির সেরি আ শিরোপা জেতায় বড় ভূমিকা রেখেছিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মারাদোনা। এর পর ২৬ বছর কেটে গেলেও লিগ শিরোপা জেতেনি ইতালির ক্লাবটি। 
 
চলতি মৌসুমে ২২ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ইউভেন্তুস আছে দ্বিতীয় স্থানে। 
 
সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা মারাদানো বলেন, “এটি নাপোলির শিরোপা জয়ের বছর হতে পারে। তারা খুব ভালো খেলছে। (গনসালো) হিগুয়াইনের গোলগুলোতে ভরসা করতে পারে তারা।”
 

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মারাদোনা অবশ্য সম্প্রতি ইউভেন্তুসের দুর্দান্ত পারফরম্যান্স দেখে কিছুটা চিন্তিত।
“নাপোলির জন্য সমস্যা হচ্ছে ইউভেন্তুস। এই মুহূর্তে তারা প্রত্যেকটি ম্যাচই জিতে চলেছে। তারা এটা করে যেতে থাকলে নাপোলির জন্য (শিরোপা জয়) খুব কঠিন হবে।”
মৌসুমের শুরুটা ভালো না করলেও লিগে সবশেষ ১২ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তুস।