ব্রাজিলে নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

কর ফাঁকি আর মিথ্যা তথ্য দেওয়ার জন্য ব্রাজিল অধিনায়ক নেইমার আর তার বাবার বিরুদ্ধে অভিযোগ এনেছে ব্রাজিলের সরকারি আইনজীবীরা।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2016, 12:38 PM
Updated : 3 Feb 2016, 12:48 PM

নেইমারের নিজের শহর সান্তোসের আইনজীবীরা বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ ও তার পূর্বসূরি সান্দ্রো রোসেলের বিরুদ্ধেও অভিযোগ এনেছে।
 
রাষ্ট্রপক্ষ এক বিবৃতিতে জানায়, কর ফাঁকি দেওয়ার জন্য ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে বেশ কিছু ভূয়া নথি দেয় তারা।

“অন্য অভিযুক্তদের সঙ্গে নেইমারের এই কাজ সরকারি রাজস্ব বিভাগের লাখ লাখ টাকার ক্ষতি করেছে।”
 
এখন একজন বিচারক সিদ্ধান্ত নেবেন, নেইমারের বিরুদ্ধে মামলা চলবে কিনা।
 
নেইমারের বিরুদ্ধে আনা ইমেজ স্বত্বের আয় থেকে কর ফাঁকি দেওয়ার অভিযোগগুলো তার ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময়ের। এছাড়া রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০১১ সালে বার্সেলোনায় যাওয়ার আলোচনা হওয়ার সময়ও কর ফাঁকি দেন নেইমার।
 
২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। 
 
রাষ্ট্রপক্ষ জানায়, বার্সেলোনা তারকার পরিবারের সঙ্গে সম্পর্কিত তিনটি কোম্পানির মাধ্যমে কর ফাঁকির এই ঘটনা ঘটানো হয়।   
 
নেইমারের দলবদলের মধ্যস্থতায় মূল ভূমিকা রাখা তার বাবা কর ফাঁকি দেওয়ার এই কৌশলের রূপকার বলে অভিযোগ করেন সরকারি আইনজীবীরা।
 
বার্সেলোনায় ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে গত মঙ্গলবার নেইমার ও তার বাবা স্পেনের এক বিচারকের সামনে হাজির হন। তাদের আগে আদালতে যান বার্তোমেউ ও রোসেল।
 
২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে কর ফাঁকি দেওয়ার জন্য নেইমার ও তার বাবাকে ৪ লাখ ৬০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দিতে হবে বলে সাও পাওলোর এক বিচারক গত সপ্তাহে আদেশ জারি করেছিল।