রিয়ালে নেইমারকে দেখছেন না রোনালদিনিয়ো 

নেইমার বার্সেলোনা ছেড়ে রিয়ালে মাদ্রিদে যাবেন না বলেই বিশ্বাস করেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়ো। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2016, 02:08 PM
Updated : 2 Feb 2016, 02:22 PM

স্পেনের সংবাদমাধ্যমে সম্প্রতি খবর বের হয়, বার্সেলোনার তারকা নেইমারকে পেতে চাচ্ছে দেশটির সফলতম ক্লাব রিয়াল। এক খবরে দাবি করা হয়, জুরিখে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার রাতের আগে রিয়ালের প্রতিনিধির সঙ্গে দেখা হয় ব্রাজিলের অধিনায়কের।

২৩ বছর বয়সী নেইমার রিয়ালের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেন। পর্তুগালের সাবেক তারকা লুইস ফিগোর মতো নেইমারও বার্সেলোনা ছেড়ে রিয়ালে যোগ দিতে পারেন বলে গুঞ্জনটা এতেও থামছে না।

রিয়ালের কোচ জিনেদিন জিদান এর আগে বিষয়টি নিয়ে একদমই ভাবছেন না বলে দিলেও ক্লাবটির অধিনায়ক সের্হিও রামোস জানান, নেইমার রিয়ালে যোগ দিলে তাকে স্বাগতই জানাবেন।

স্পেনের ক্রীড়া দৈনিক এল মুন্দো দেপোর্তিভোকে রোনালদিনিয়ো বলেন, “নেইমার রিয়ালে যোগ দেবে বলে মনে করি না আমি।”

২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলা রোনালদিনিয়ো আরও বলেন, “আমি আশা করি, সে বিশ্বের সেরা খেলোয়াড় হবে। সে অসামান্য প্রতিভার অধিকারী এবং বিশ্বের সেরা ক্লাবে খেলে। আমার মনে হয়, বিশ্বসেরা হতে যা দরকার, সেটা তার আছে।”

বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সালের জুন পর্যন্ত। এর আগে কাতালুনিয়ার ক্লাবটির কোচ লুইস এনরিকে বলেছিলেন, তার বিশ্বাস নেইমার চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হবে।