মেসির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় মুর্তজা

পলিথিনের ব্যাগ দিয়ে বানানো মেসির জার্সি পরে বিশ্বে আলোড়ন তোলা পাঁচ বয়সী মুর্তজার সঙ্গে মেসির দেখা করানোর চেষ্টা চালাচ্ছে আফগান ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2016, 12:06 PM
Updated : 2 Feb 2016, 12:06 PM

পলিথিনের ব্যাগ দিয়ে বানানো মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরা এক বালকের ছবি সম্প্রতি অনলাইনের সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন আলোচনার পর বের হয় ছবিটি আফগানিস্তানের গজনি প্রদেশের গরিব এক পরিবারের পাঁচ বছর বয়সী মুর্তজার।

ক্ষুদে মুর্তজার প্রিয় তারকার জার্সি কিনে দেওয়ার মতো সামর্থ্য তার পরিবারের নেই। তার ভাই নীল-সাদা পলিথিনের ব্যাগ দিয়ে জার্সির মতো কিছু একটা বানিয়ে কলম দিয়ে পেছনে ১০ নম্বর সংখ্যাটা এঁকে দেয়। পেছন থেকে তোলা মুর্তজার ছবিটিই আলোড়ন তোলে বিশ্বে। কিন্তু চেহারা না দেখা যাওয়ায় ছবির ছেলেটির পরিচয় সম্পর্কে প্রথমে নিশ্চিত হওয়া যায়নি। পরে আরও কয়েকটি ছবির মাধ্যমে তার সম্পর্কে জানা যায়।

আফগানিস্তানের ফুটবল ফেডারেশন গত সোমবার তাদের ওয়েবসাইটে জানায়, তারা মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ রাখছে। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসির সঙ্গে শিগগিরই মুর্তজার দেখা হতে পারে।