এক ম্যাচ নিষিদ্ধ মানচিনি

এসি মিলানের বিপক্ষে ম্যাচ চলার সময় দর্শকদের দিকে তাকিয়ে আপত্তিকর ভঙ্গি করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিলান কোচ রবের্তো মানচিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2016, 10:47 AM
Updated : 2 Feb 2016, 10:47 AM

৫১ বছর বয়সী ইতালির এই কোচকে ৫ হাজার ইউরো জরিমানাও করা হয়। 
 
সেরি আতে গত রোববার মিলানের কাছে ৩-০ গোলে হারে ইন্টার।
 
ম্যাচের এক সময় মিলানের গোলরক্ষক জানলুইজি দন্নারুম্মা বক্সের মধ্যে ইন্টারের স্ট্রাইকার এদেরকে ট্যাকল করেন। এটাতে পেনাল্টি না পাওয়ায় হতাশ হন মানচিনি। 
 
সেরি আর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল গত সোমবার জানায়, মানচিনিকে যখন সরিয়ে দেওয়া হয়, তখন চতুর্থ রেফারিকে উদ্দেশ করে অপমানমূলক মন্তব্য করেন তিনি। এর পর দর্শকদের দিকে অপমানকর ভঙ্গি করেন ইন্টার কোচ।
 
সেরি আতে আগামী বুধবার ঘরের মাঠে কিয়েভোর বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না লিগে সবশেষ চার ম্যাচের একটিতেও জিততে না পারা ইন্টারের কোচ মানচিনি। 
২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে আছে ইন্টার। শীর্ষে থাকা নাপোলির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা।