চিলির নতুন কোচ আন্তোনিও পিস্সি

চিলির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভালেন্সিয়ার সাবেক কোচ হুয়ান আন্তোনিও পিস্সি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2016, 01:40 PM
Updated : 30 Jan 2016, 01:40 PM

চিলির ফুটবল অ্যাসোসিয়েশন গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, আন্তোনিও পিস্সির সঙ্গে ২০১৮ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে তারা। 
 
চিলিকে প্রথমবারের মতো কোপা আমেরিকা জেতানো হোর্হে সামপাওলি ১০ দিন আগে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে নতুন কোচ খুঁজছিল চিলি।
 
২০১৩ সালে ভালেন্সিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় পিস্সি। পরের বছরের জুলাই মাসে তাকে বরখাস্ত করে স্পেনের ক্লাবটি। 
 
২০১৪ সালের ডিসেম্বর থেকে মেক্সিকোর ক্লাব লেওনের কোচ ছিলেন পিস্সি। 
 
আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৪৭ বছর বয়সী পিস্সি এর আগে চিলির ক্লাব ফুটবলে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ইউনিভের্সিদাদকে লিগ শিরোপাও জেতান তিনি।