রাশিয়া বিশ্বকাপে খেলে অবসরে যাবেন বুফ্ফন

রাশিয়া ২০১৮ বিশ্বকাপ শেষে অবসর নেবেন ইতালির গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2016, 09:29 AM
Updated : 26 Jan 2016, 10:26 AM

আগামী বৃহস্পতিবার ৩৮তম জন্মদিন পালন করতে যাওয়া বুফ্ফন গত প্রায় দুই দশক ধরে ইতালির হয়ে দেড়শর বেশি ম্যাচ খেলেছেন।

ইতালির হয়ে এরই মধ্যে চারটি বিশ্বকাপ খেলে ফেলেছেন বুফ্ফন।

ইতালির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের জন্য জান্নি ব্রেরা পুরস্কার জয়ের পর ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য বুফ্ফন বলেন, “আমি আগামী বিশ্বকাপ খেলার চেষ্টা করব। এর পরই হয়ত বিদায়ের সময়।”

ইতালির ক্লাব পার্মার হয়ে পেশাদারী ফুটবল ক্যারিয়ার শুরু করা বুফ্ফন ২০০১ সালে ইউভেন্তুসে নাম লেখান। সেই থেকে ক্লাবটির হয়ে সাড়ে পাঁচশ'র বেশি ম্যাচ খেলে ১৫টি শিরোপা জেতেন তিনি।