পোর্তোকে হারিয়ে গ্রুপ সেরা চেলসি

গ্রুপের শেষ রাউন্ডে এক পয়েন্ট পেলেই নকআউট পর্বে ওঠার লক্ষ্য পূরণ হতো চেলসির। তবে কিছুটা ভাগ্যের সহায়তায় পোর্তোকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই ষোলো দলের লড়াইয়ে পা রেখেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2015, 10:21 PM
Updated : 9 Dec 2015, 10:21 PM

বুধবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পর্তুগালের দলটিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।

প্রথম পর্বে পোর্তোর মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল চেলসি।

ঘরের মাঠে বুধবার রাতে ফিরতি লেগের এই ম্যাচে শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। দিয়েগো কস্তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন পোর্তোর গোলরক্ষক ইকের কাসিয়াস। কিন্তু ফিরতি বল স্প্যানিশ ডিফেন্ডার আইভান মার্কানোর বুকে লেগে জালে জড়ায়।

বিরতির আগে বাকি সময়ে আর কোনো সুযোগই তৈরি করতে পারেনি মরিনিয়োর শিষ্যরা।

৫২তম মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা। এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ধরে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে জালে জড়ান ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান।

এই গোলে জয়ের পাশাপাশি চেলসির পরবর্তী রাউন্ডে ওঠাও নিশ্চিত হয়ে যায়। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ১৩।

অন্য ম্যাচে মাকাবি তেল আবিবকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে চেলসির সঙ্গী হয়েছে ইউক্রেনের দিনামো কিয়েভ। তাদের পয়েন্ট ১১।

১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ইউরোপা লিগে নেমে গেছে পোর্তো।

‘এইচ’ গ্রুপ:

প্রথম পাঁচ রাউন্ডের সবকটিতে জিতে আগেই নকআউট পর্বে ওঠা জেনিতকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে ঘেন্ট।

বুধবার রাতের এই ম্যাচে রাশিয়ার ক্লাব জেনিতকে ২-১ গোলে হারায় বেলজিয়ামের ক্লাবটি।

জেনিতের পয়েন্ট হলো ১৫। দ্বিতীয় হওয়া ঘেন্টের পয়েন্ট ১০।

দিনের অন্য ম্যাচে লিওঁর কাছে ২-০ গোলে হেরে যাওয়া ভালেন্সিয়া ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলবে।