বার্সাকে রামোসের সতর্কবার্তা

দারুণ ফর্মে থাকা বার্সেলোনা দলকে বর্তমান সময়টা উপভোগ করার পরামর্শ দিয়েছেন সের্হিও রামোস। চিরপ্রতিদ্বন্দ্বীদের আগামীর জন্য সতর্ক করে দিয়ে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার বলেছেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 02:52 PM
Updated : 1 Dec 2015, 02:52 PM

সতীর্থদের পথ হারানোর হতাশা ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণাও দিলেন রিয়াল অধিনায়ক।
 
মৌসুমে দারুণ শুরু করা রিয়াল সব প্রতিযোগিতা মিলে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার পর ছন্দ হারায়। লা লিগার একাদশ রাউন্ডে সেভিয়ার মাঠে ৩-২ গোলে হারের পর গত ২১ নভেম্বর বার্সেলোনার কাছে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয় রোনালদো-বেলরা। লিগের শীর্ষস্থান হারিয়ে এখন তৃতীয় স্থানে আছে দলটি।   
 
নিজেদের ছন্দ হারানোর বিষয়টি ভেবেই হয়তো বার্সেলোনাকে সতর্ক করলেন রামোস।
 
“এই সময়টাকে বার্সার যত বেশি সম্ভব উপভোগ করা উচিত, কিছুই চিরস্থায়ী নয়।”
 
সান্তিয়াগো বের্নাবেউয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বড় ব্যবধানে হারের সময়টাকে ‘কঠিন সপ্তাহ’ বলে উল্লেখ করেন রামোস। তবে তার কণ্ঠে ওই ধাক্কা কাটিয়ে ওঠার প্রত্যয়।
 
“একটা খারাপ ফলের কারণে এটা কঠিন একটা সপ্তাহ ছিল। এভাবে একটা ক্লাসিকোয় হার মেনে নেওয়াটা কঠিন। এখন সব কিছু ভুলে যাওয়ার সময় এবং লা লিগায় আর কোনো পয়েন্ট হারানো চলবে না।”
 
১৩ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৯। আর ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।