নেইমার যুগ দেখছেন আলভেস

নেইমারকে নিয়ে উচ্ছ্বাস যেন থামছেই না দানি আলভেসের। বার্সেলোনার এই ডিফেন্ডারের বিশ্বাস তার ক্লাব ও জাতীয় দল সতীর্থ নেইমার লিওনেল মেসির মতোই একটি যুগের রচনা করতে পারবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 01:56 PM
Updated : 1 Dec 2015, 05:03 PM

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে অসাধারণ খেলছেন নেইমার। গত সোমবার ঘোষণা করা ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার ফরোয়ার্ড মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে আছেন ব্রাজিল অধিনায়কও। 
 
২৩ বছর বয়সী নেইমার এ মৌসুমে ১৪ গোল করে এখন পর্যন্ত স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচ খেলে করেছেন দুই গোল। চোটের কারণে মেসির অনুপস্থিতিতে বার্সেলোনাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান তিনি। 
 
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভেস নেইমার সম্পর্কে বলেন, “সে যদি সীমায় আবদ্ধ না থাকতে চায়, তাহলে তার তাতে থাকতে হবে না; কারণ তার মধ্যে সীমা ছাড়ানোর বৈশিষ্ট্য ও যোগ্যতা আছে।”
 
নেইমারকে ‘ছোট ভাই’ বলে ডাকা আলভেস তার জাতীয় দলের অধিনায়ককে অনন্য বলে উল্লেখ করেন। 
 
“সে লিও আর লুইসের (সুয়ারেস) মতো একজন খেলোয়াড়; যারা অনন্য, যারা ফুটবলে অন্য বড় খেলোয়াড়দের মতো একটি দশক বা একটি যুগে দাগ রেখে যাবে।”