সঙ্গে সুয়ারেসকেও চেয়েছিলেন মেসি-নেইমার

বার্সেলোনার লিওনেল মেসি আর নেইমার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় সঙ্গে চেয়েছিলেন আক্রমণ-ত্রয়ীর অপর সদস্য সুয়ারেসকেও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 12:26 PM
Updated : 1 Dec 2015, 02:35 PM

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফ্রান্স ফুটবল গত সোমবার ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার দুই ফরোয়ার্ড মেসি ও নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর নাম ঘোষণা করে।  
 
গত বছর লিভারপুল ছেড়ে বার্সেলোনায় নাম লেখানোর পর অসাধারণ খেলে যাচ্ছেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্যই সংক্ষিপ্ত তালিকায় সুয়ারেসের থাকাটা প্রাপ্য ছিল বলে মনে করেন মেসি-নেইমার। 
 
গত সোমবার রাতে স্পেনের লা লিগার বর্ষসেরা আমেরিকান খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর নেইমার বলেন, “ব্যালন ডি'অরের জন্য মনোনীত হওয়াটা অনেক বড় ব্যাপার। সুয়ারেসও এখানে থাকতে পারত।”
 
নেইমার পুরস্কার জয়ের জন্য ‘ফেভারিট’ হিসেবে সতীর্থ মেসিকেই দেখছেন, “সে আমার কাছে এক নম্বর।”
 
মেসি গত সোমবার লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কার জেতার পর বলেন, “নেইমার ও সুয়ারেসের সঙ্গে ব্যালন ডি’অরের মঞ্চে থাকলে আমার ভালো লাগত। লুইসের এটা প্রাপ্য ছিল। কিন্তু ক্রিস্তিয়ানোও ভালো করেছে।”
 
আগামী ১১ জানুয়ারি জুরিখে ঘোষণা করা হবে বর্ষসেরা খেলোয়াড়ের নাম।