হিগুয়াইনের নৈপুণ্যে নাপোলির জয়

গনসালো হিগুয়াইনের নৈপুণ্যে দারুণ এক জয়ে ইতালির সেরি আর শীর্ষে উঠেছে নাপোলি। ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দলের দুটি গোলই করেছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 09:03 AM
Updated : 1 Dec 2015, 09:03 AM

নিজেদের মাঠে গত সোমবার ম্যাচের ৬৪তম সেকেন্ডেই নাপোলিকে এগিয়ে দেন হিগুয়াইন।

৪৪তম মিনিটে ইউতো নাগাতমো দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় ইন্টার।

প্রতিআক্রমণ থেকে ৬২তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান হিগুয়াইন। এ মৌসুমে এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতার এটি দ্বাদশ গোল।

৫ মিনিট পর ইন্টারের হারের ব্যবধান কমানো গোলটি করেন সার্বিয়ার মিডফিল্ডার আদেম লিয়াইচ।

এই জয়ের পর ইন্টারকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ১৯৯০ সালের পর প্রথম সেরি আর শিরোপার সন্ধানে থাকা নাপোলি।

১৪ ম্যাচে নাপোলির পয়েন্ট ৩১। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার।

সোমবার সাস্সুয়োলোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরা ফিওরেন্তিনা ২৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

আগের দিন আতালান্তার মাঠে ২-০ গোলে হারা এএস রোমা চতুর্থ স্থানে আছে। ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের। আর রোববার পালের্মোকে ৩-০ গোলে হারানো ইউভেন্তুসের পয়েন্ট ২৪। পঞ্চম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।