বর্ষসেরা কোচের লড়াইয়ে গুয়ার্দিওলা-এনরিকে-সামপাওলি

বর্ষসেরা কোচের পুরস্কার পাওয়ার জন্য লড়াই হবে বায়ার্ন মিউনিখের পেপ গুয়ার্দিওলা, বার্সেলোনার লুইস এনরিকে ও চিলির হোর্হে সামপাওলির মধ্যে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 03:05 PM
Updated : 1 Dec 2015, 02:36 PM

সোমবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফ্রান্স ফুটবল এই তিন জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে।

গত মৌসুমেটা গুয়ার্দিওলার খুব একটা ভালো যায়নি। বায়ার্ন মিউনিখকে কেবল বুন্দেসলিগার শিরোপা এনে দেন স্পেনের এই কোচ। জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যাওয়া গুয়ার্দিওলার দলের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন গুঁড়িয়েছিল সেমি-ফাইনালে বার্সেলোনার কাছে হেরে।

এনরিকের গত মৌসুমটা দারুণ গেছে। বার্লিনের ফাইনালে ইতালির ইউভেন্তুসকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপ সেরার মুকুট জয় করে মেসি-নেইমাররা। এর আগে বার্সেলোনাকে লা লিগা, ও কোপা দেল রের শিরোপা জেতান স্পেনের এই কোচ।

সামপাওলি চিলিকে গত কোপা আমেরিকার শিরোপা জেতান। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হতে চিলি ফাইনালে হারায় সামপাওলির দেশ আর্জেন্টিনাকে।

আগামী ১১ জানুয়ারি জুরিখে ফিফা ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার সময়ই জানা যাবে কে হচ্ছেন সেরা কোচ।