রিয়াল কিংবদন্তি সানচেসকে টপকালেন রোনালদো

রিয়াল মাদ্রিদের জয়ে অবদান রাখার সঙ্গে দারুণ একটি ব্যক্তিগত অর্জনও হয়ে গেল ক্রিস্তিয়ানো রোনালদোর। এইবারের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে লা লিগায় মোট গোলে রিয়ালের কিংবদন্তি উগো সানচেসকে পেছনে ফেলেছেন এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 12:21 PM
Updated : 30 Nov 2015, 12:21 PM

৮২তম মিনিটে লুকাস ভাসকেস মামুলি বাধায় বক্সে পড়ে গেলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো। এ গোলেই লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় সানচেসকে (২৩৪টি) পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসেন পর্তুগিজ ফরোয়ার্ড (২৩৫টি)।

সানচেসকে পেছনে ফেললেও রোনালদোকে এ তালিকার শীর্ষে উঠতে হলে পেরুতে হবে অনেক পথ। ২৫১ গোল নিয়ে তেলমো সাররা আর ২৯০ গোল নিয়ে লিওনেল মেসি তার সামনে রয়েছেন।

লা লিগায় আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর হয়ে খেলেন সানচেস। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউতে ছিলেন মেক্সিকোর এই ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০০৯ সালে রিয়ালে যোগ দেন রোনালদো।