ইউভেন্তুসের জয়, রোমার হার

ইতালির শীর্ষ লিগে সেরি আয় সহজ জয় পেয়েছে ইউভেন্তুস। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মাঠে বড় হারের পর লিগে ফিরেও হতাশায় ডুবেছে এএস রোমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 10:37 AM
Updated : 30 Nov 2015, 10:37 AM

পালর্মোর মাঠে রোববার ইউভেন্তুস জিতে ৩-০ গোলে। আর আতালান্তার মাঠে রোমা হারে ২-০ গোলে। ইউরোপসেরার সর্বশেষ ম্যাচে ক্যাম্প নউতে ৬-১ ব্যবধানে হেরেছিল তারা।

ইউভেন্তুস ৫৪তম মিনিটে এগিয়ে যায় মারিও মানজুকিচ লক্ষ্যভেদ করলে। শেষ দিকে স্তেফানো স্তুরারো ও সিমোনে জাজার গোলে লিগের শিরোপাধারীদের জয় নিশ্চিত হয়।

তিন লাল কার্ডের ম্যাচে রোমা ৪১তম মিনিটে আলেহান্দ্রো দারো গোমেসের গোলে পিছিয়ে পড়ে। ৮২তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন জারমান ডেনিস।

রোমার ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইকন ও আতালান্তার গুগ্লিয়েলমো স্তেন্দার্দো ও আলবের্তো গ্রাসি লাল কার্ড পান।

একই রাতে নিজেদের মাঠে ৪-১ গোলে সাম্পদোরিয়াকে হারায় এসি মিলান।

১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইউভেন্তুস। ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রোমা।

১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে ইন্টার মিলান। সমান ম্যাচে ২৮ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় নাপোলি; তৃতীয় ফিওরেন্তিনা।