গত মৌসুমের চেয়েও ‘ভালো’ খেলছে বার্সা

স্পেনের লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ; সব ধরনের প্রতিযোগিতাতেই দুর্দম্য গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা। কোচ লুইস এনরিকে মনে করেন, তার অধ্যায়ের সেরা ফুটবলটাই খেলছে কাতালুনিয়ার ক্লাবটি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 01:45 PM
Updated : 29 Nov 2015, 02:43 PM

নিজেদের মাঠে লা লিগায় গত শনিবার রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। এর আগে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে এনরিকের দল। গত ২১ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেও ৪-০ গোলে হারায় তারা। 
 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত রয়েছে বার্সেলোনা। 
 
গত বছর বার্সেলোনার দায়িত্ব নেওয়া এনরিকে সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পর বলেন, “আমার মনে হচ্ছে যে, মৌসুমের সেরা রূপে আছি আমরা। আমি মনে করি, গত মৌসুমের চেয়ে ভালো খেলছি আমরা।”
 
এনরিকে আশা করেন, বার্সেলোনা আরও ভালো করবে। তার দলের সেরাটা এখনও কেউ দেখেনি বলে মনে করেন তিনি। 
 
তবে শিরোপা জিততে বার্সেলোনাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন এনরিকে।
  
“এখনও মৌসুমের অনেকটাই বাকি পড়ে আছে। …আপনাকে একেকটা ম্যাচ ধরে এগোতে হবে।”