‘৩ জনই গোল না পেলে উৎসব অসম্পূর্ণ থাকে বার্সায়’

‘এমএসএন’ নাম পেয়ে যাওয়া বার্সেলোনার আক্রমণ-ত্রয়ীর নিজেদের মধ্যে সুসম্পর্কের কথা নানা সময়ে নানা জন বলেছেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পর এটা আরও ভালোভাবে তুলে ধরেছেন লুইস এনরিকে। ম্যাচে তিনজনের সবাই গোল না পেলে বার্সেলোনার উৎসব সম্পূর্ণ হয় না বলে জানিয়েছেন দলটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 01:26 PM
Updated : 29 Nov 2015, 02:40 PM

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনার উৎসবটা তাহলে বেশ পরিপূর্ণই হয়েছে। নিজেদের মাঠে স্পেনের লা লিগায় গত শনিবার কাতালুনিয়া ক্লাবটির ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন নেইমার। বাকি গোল দুটি করেন আক্রমণভাগের অন্য দুই সদস্য লুইস সুয়ারেস ও লিওনেল মেসি। 
 
ম্যাচ শেষে মেসি-সুয়ারেস-নেইমারের মাঠে একে অপরকে দিয়ে গোল করানোর বিষয় নিয়ে এনরিকে বলেন, “ম্যাচ একবার আয়ত্তে চলে আসলে তারা সবাই এটা উপভোগের চেষ্টা করে। বিষয়গুলো অবশ্যই স্বাভাবিকভাবেই ঘটে।”
 
সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনাকে এগিয়ে দেন নেইমার। সুয়ারেস দ্বিতীয় গোলটির পর নেইমার ব্যবধান ৩-০ করেন। 
 
যোগ করা সময়ে মেসির পাওয়া গোলটিতে পুরো কৃতিত্বই ছিল নেইমারের। এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ প্রান্ত থেকে এসে ডি-বক্সে অরক্ষিত মেসিকে বল যোগান দেন ম্যাচের সবচেয়ে উজ্জ্বল এই খেলোয়াড়। 
 
এনরিকে বলেন, “তারা এত ঘনিষ্ঠ যে, সবাই গোল না পেলে পার্টি অসম্পূর্ণ থেকে যায়।”